বিএনপির ওপর হামলার ঘটনা জানানো হলো বিদেশিদের

ফাইল ছবি

সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির ওপর হামলার ঘটনা জানানো হলো বিদেশিদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কর্মসূচিতে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিকে অবহিত করেছে দলটি।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২৯ তারিখ ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু সরকারি দল ও প্রশাসন বিএনপির ওপর আক্রমণ করে, অনেকেই আহত হন।

আটক করা হয় অসংখ্য নেতাকর্মীকে।

দুই মামলায় তারেকের ৯, জুবাইদার ৩ বছর কারাদণ্ড

খসরু বলেন, মূলত ঐদিনের প্রেক্ষাপটই মিশন প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়েছে। এতে প্রমাণ হয়, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুরনো ঢাকার নয়াবাজার, ধোলাইখাল ও সাইনবোর্ড এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এতে আহত হন অনেক নেতাকর্মী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক