ডেঙ্গু প্রতিরোধে আরএমপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে আরএমপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ 'ক্লিনিং স্যাটার ডে' নামে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। প্রতি শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর, পুলিশ লাইনস বিভিন্ন থানা ও ফাঁড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।

গত ৭ মাস ধরে ডেঙ্গু প্রতিরোধে বাহিনীর সদস্যদের সচেতন থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, গত ৭ মাস ধরে 'ক্লিনিং স্যাটার ডে' নামে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই অভিযানের ফলে এখন পর্যন্ত কোন পুলিশ সদস্য ডেঙ্গু আক্রান্ত হননি। আরএমপির সকল অফিসে প্রতি শনিবার সকালে পুলিশের সকল সদস্য পরিষ্কার- পরিচ্ছনতার কাজে অংশ নেয়।