ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

শনিবার ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করে উপাচার্য বলেন, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এক করে জনগণকে সচেতন করতে হবে।

ডেঙ্গু আক্রান্তদের সঠিক সংখ্যা জানতে দেশব্যাপী জরিপ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এসময় মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে বিএসএমএমইউ গবেষণা করবে বলে জানান উপাচার্য।

ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভাপতি আলী নিয়ামতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

news24bd.tvতৌহিদ