হেডফোনে এমন ছোট ছিদ্র থাকে কেন?

সংগৃহীত ছবি

হেডফোনে এমন ছোট ছিদ্র থাকে কেন?

অনলাইন ডেস্ক

গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। অবসরে কিংবা চলতি পথে কানে হেডফোন গুঁজে গান শোনেন। যেখানেই যান না কেন স্মার্টফোনের সঙ্গে হেডফোনও নিত্যসঙ্গী। বর্তমানে অনেক ওয়্যারলেস হেডফোনও পাওয়া যায়।

যা বহন করাও সহজ আবার ব্যবহার করাও।

তবে হেডফোন ব্যবহার করতে গিয়ে এর গায়ে ছোট ছোট ছিদ্র খেয়াল করেছেন নিশ্চয়ই। অনেক সময় মনে প্রশ্ন এসেছে এগুলো আসলে কেন দেওয়া হয়েছে? এর কাজই বা কী? ইয়ারফোন বা হেডফোনের পেছনের দিকে একটি ছোট্ট ছিদ্র থাকে।

আসলে ইয়ারফোন ব্যবহারের ফলে কানের ভেতর বায়ুর চাপ তৈরি হয়।

সেই চাপ কমানোর জন্যই এই ছিদ্রটি দেওয়া হয়। এছাড়াও স্পিকারগুলো যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেজন্যও এটি কাজ করে। যে হেডফোনে এই ছিদ্র থাকে না সেটি ব্যবহার করলে কানে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।

News24bd.tv/AA