জাতীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

জাতীয় সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে, এই নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার এক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ একথা জানান।

এসময় তিনি বলেন, 'আমরাও বলতে চাই খেলা হবে। ' এছাড়া কঠোর কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

সম্প্রতি শান্তি সমাবেশ শেষে হাফেজ রেজাউল করীম খুন হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, নির্বাচন আসলেই দেশের মানুষ ভয়ে থাকে। সরকার, প্রশাসন, সবাইকে অনুরোধ জানানো হয় জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।

এসময় তারা হাফেজ রেজাউল করীমকে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে বিচার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয় সমাবেশে থেকে।

news24bd.tv/FA