নৈশপ্রহরী জনাকু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নৈশপ্রহরী জনাকু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে নৈশপ্রহরী কৃষ্ণ কান্ত রায় জনাকু (৬৩) হত্যা মামলার প্রধান আসামি সুবাস চন্দ্র রায় অরফে কাইচালুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের আজিমপুর (ধনেশ মেম্বারপাড়া) গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে।  

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা প্রধান জানান, নিহত কৃষ্ণ কান্ত রায়ের ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গত কয়েক দিন ধরে নিবিড় তদন্ত শেষে শনিবার প্রধান হত্যাকারীকে কাহারোল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি সুবাসের দেওয়া স্বীকারোক্তিতে আরও একজন জড়িত আছে বলে জানা যায়।

ওসি আরও বলেন, আসামি সুবাস নিহত কৃষ্ণ কান্তকে হত্যার জন্য প্রায় ১ মাস আগেই পরিকল্পনা করে। একজন সহযোগীকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে সে। সুবাস একজন মাদকসেবী, মাদক ব্যবসায়ীসহ ছোটখাটো চুরির সঙ্গে জড়িত ছিল।

আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার সহযোগীকে ধরার চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই শুক্রবার ভোরে বিরল থানার রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকুকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

news24bd.tv/আইএএম