ডেঙ্গুর জন্য হাসপাতালে পর্যাপ্ত সিট আছে : স্বাস্থ্য সচিব

ফাইল ছবি

ডেঙ্গুর জন্য হাসপাতালে পর্যাপ্ত সিট আছে : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ডেঙ্গু রোগী বাড়লেও হাসপাতালে সিটের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, মুগদায় ডেঙ্গু রোগীর চাপ বেশি। তাই সেখানে সিটের সমস্যা আছে। কিন্তু ঢাকার অন্যান্য সরকারি হাসপাতালে সিট আছে।

তাই ডেঙ্গু রোগী বাড়লেও হাসপাতালে সিটের সমস্যা নেই।

রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা এসব কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির আহ্বান

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম বলেন, ডেঙ্গু রোগীর অতিরিক্ত চাহিদা বাড়ায় কিছু জায়গায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। তাই ইউডিসিএল চাহিদা অনুযায়ী স্যালাইন দিতে পারছে না।

তিনি আরও জানান, স্যলাইনের সরবরাহ নিশ্চিত করতে এখন তাদেরকে টাকা দেয়া হয়েছে স্থানীয় মার্কেট থেকে স্যালাইন কেনার জন্য। তাই এখন আর স্যালাইনের সমস্যা হবে না।

news24bd.tv/FA