গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বিক্ষোভরত শ্রমিকরা

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের অক্ষীপুরা এলাকার ইন্ট্রামেক্স কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সোমবার সকাল থেকে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করছে। দুপুরে পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের ধাওয়া ও লাঠিপেটা করে সরিয়ে দেয়। এসময় অন্তত ১০জন শ্রমিক আহত হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন ও বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কারখানায় স্থায়ী স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে।

রোববার আন্দোলনের পর সোমবার সকালে শ্রমিকরা আবারও অবস্থান ধর্মঘট শুরু করে। এক পর্যায়ে অফিস কক্ষের কাচ ভাঙচুর হয়। দুপুরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয়। এ সময় অন্তত ১০জন আহত হয় ।

কারখানার জিএম (অপারেশন) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফ মিলিয়ে ওই কারখানায় কর্মী সংখ্যা ছয় হাজারের মতো। প্রতিমাসে তাদের বেতনের জন্য সোয়া ৬ কোটি টাকা প্রয়োজন। কিন্তু অর্থসঙ্কটের কারণে বর্তমানে কথামত দিতে পারেননি।

(নিউজ টোয়েন্টিফোর/জিন্নাহ/তৌহিদ)

সম্পর্কিত খবর