উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম

অনলাইন ডেস্ক

দেশের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বরখাস্ত হওয়া ওই সেনা কর্মকর্তা গত প্রায় সাত মাস ধরে শীর্ষ জেনারেলের পদে ছিলেন। একইসঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটি সামনে এনেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন এবং যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের জন্য আরও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন কিম জং উন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে রিপোর্টে বলা হয়েছে।

তবে ওই শত্রু ঠিক কে তার নাম উল্লেখ করা হয়নি।

বিশদ কোনো বিবরণ ছাড়াই কেসিএনএ তার রিপোর্টে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে ‘বরখাস্ত করা হয়েছে’। প্রায় সাত মাস তিনি এই দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পাক সু ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল। তিনি এর আগে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সেইসঙ্গে দেশটির প্রচলিত সৈন্যদের শীর্ষ কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া রি ইয়ং গিল এর আগে উত্তর কোরিয়ার আর্মি চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

মূলত তাকে বরখাস্ত করা এবং পরবর্তীতে সরকারি অনুষ্ঠানে দেখা না যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ায় ধারণা তৈরি হয়েছিল যে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

news24bd.tv/SHS