চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

সংগৃহীত ছবি

চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুইজনের। নিহতেরা হলেন, জেলার সদর উপজেলার কেশবনগর ইউনিয়নের বাসিন্দা সুকুমার কৃত্তনিয়া (৭৭) এবং রাজবাড়ী জেলার বাসিন্দা সালমা বেগম (৪২)।

এ নিয়ে গত পাঁচদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেলেন। জেলায় এপর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৪৫ জন। এদের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, জেনারেল হাসপাতালে ১৩ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ফরিদপুর ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৩৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

news24bd.tv/SHS