‘খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে আরও কয়েকদিন’

‘খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে আরও কয়েকদিন’

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর গতকাল বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া।

রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

‌‘খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে তা চিকিৎসকরা বলতে পারছেন না।

তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন,' যোগ করেন তিনি।

এর আগে গত ১২ জুন রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক