যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের আগে জিসমিয়া-আকসা চুক্তি হবে না

ফাইল ছবি

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের আগে জিসমিয়া-আকসা চুক্তি হবে না

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে আকসা-জিসমিয়ার মতো চুক্তির বিলাসিতা বাংলাদেশ করবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নানা শ্রেণিপেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থ পাচারকারী ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, তাকে স্বাগত জানায় বাংলাদেশ। তেমন উদ্যোগে খুশি হবে সরকার।

দুপুরে সাংবাদিক, সাবেক কূটনীতিক, সাবেক সেনা কর্মকর্তা, কলামিস্ট, শিক্ষকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে আমন্ত্রিতরা রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিদের প্রশ্ন করার বিষয়ে সাংবাদিকদের আরও শানিত হওয়ার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি নির্বাচনের আগে হবে না ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষে মৌলিক চাহিদা পূরণই সরকারের প্রথম লক্ষ্য।

অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত দুটো কৌশলগত চুক্তি।

এর আগেও বাংলাদেশ এসব চুক্তি করবে না বলে জানিয়ে এসেছে।

news24bd.tv/FA