৫ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু

প্রতীকী ছবি

৫ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে জেলা কারাগারে আজমল হোসেন (৬০) ও আবুল কালাম (৪০) নামের দুই কয়েদির মৃত্যু হয়েছে।  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কয়েদী আজমল বুধবার (১০ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে আর আবুল কালাম শুক্রবার (১১ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজমল দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিলের ছেলে এবং আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

কুষ্টিয়া কারাগারের জেল সুপার আবদুল বারেক জানান, মৃত আজমল দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিলের ছেলে।

তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল বুকে ব্যথা অনুভব করায় রাত ১২টা ১০মিনিটে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন কার্ডিয়াক শকড।

মারা যাওয়া অপরজন হলেন আবুল কালাম।

তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। মাদক সংক্রান্ত মোবাইল কোর্টে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২৮ জুলাই জেলখানায় পাঠানো হয়। আজ ভোররাতে গ্যাসট্রিক অ্যাটাক করলে তাকে ভোর ৫টায় হাসপাতালে নেয়া হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান তিনি। চিকিৎসক লিখেছেন সারডেন কার্ডিয়াক অ্যারেস্ট।

জেল সুপার আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।