বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত

বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে অন্তত ২৩ জন মারা গেছেন। বুদিয়াটং শহর থেকে যাত্রা শুরুর সময় নৌকাটিতে ৫৫ জন যাত্রী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে শিউ ইয়াং মেট্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা।

চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা বলেন, এ ঘটনায় বেঁচে ফিরেছেন আটজন।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

নৌকাটি মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ঠিক কী কারণে ও কখন নৌকাটি ডুবেছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেননি বায়ার লা।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার সংখ্যালঘু হাজারো রোহিঙ্গা প্রতিবছর উত্তাল সাগরপথে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে।

মিয়ানমার সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে ঘরবাড়ি ছেড়ে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যানুযায়ী, মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টায় অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর