দিনাজপুরে ডেঙ্গুতে মৃত্যুর দুঃসংবাদ

দিনাজপুরে ডেঙ্গুতে মৃত্যুর দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

দিনাজপুরে এ বছর প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) ভোরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর। মোহাম্মদ রাকিব (১৭) নামে ওই কিশোর চিরিরবন্দর উপজেলার মো. রাশিদুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. বোরহানুল আলম সিদ্দিকী জানান, মোহাম্মদ রাকিব ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরে ফিরে গত ৯ আগস্ট এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

চিকিৎসাধীন অবস্থায় হেমোরেজিক ম্যানুফেস্টেশন ডেভেলপ করায় তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে শিফট করা হয়। পরে শুক্রবার ভোর সাড়ে ৫টায় রাকিবের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিচ্ছেন ৩৪ জন। এখন পর্যন্ত জেলায় চিকিৎসা নিয়েছেন ৩২৬ জন।

চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি চলে গেছেন ২৯৩ জন।