দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় গেল ১০ প্রাণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় গেল ১০ প্রাণ

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছন আরও ১৩ জন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ আগস্ট) সকালে গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামের কাছে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মিনি ট্রাকের ধাক্কা লাগে।

এতে ১০ জন নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আহমেদাবাদ গ্রামীণ পুলিশ বিভাগের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার সকালের সড়ক দুর্ঘটনায় পাঁচজন নারী, দুইজন পুরুষ ও তিনজন শিশু নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‍মিনি ট্রাকটিতে খেদা জেলার সোলকা গ্রামের ২৩ জন যাত্রী ছিলেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে বোগোদারা পুলিশ।

news24bd.tvতৌহিদ