দিনাজপুরে কবরস্থানের ১১ কঙ্কাল উধাও!

দিনাজপুরে কবরস্থানের ১১ কঙ্কাল উধাও!

অনলাইন ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে একটি কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কবরগুলো ছয় মাস থেকে এক বছরের পুরনো বলে জানা গেছে।

শনিবার (১২ আগস্ট) স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় একজন শুক্রবার বিকেলে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থানে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কয়েকটি কবর উন্মুক্ত দেখতে পান। এ সময় স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাটি জানান তিনি।

এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে একই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন ও বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক।

ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি জানান।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। কবরগুলো ছয় মাস থেকে এক বছরের পুরনো। তবে কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড়ও পাওয়া গেছে।

বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন জানান, শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক