দুর্নীতি-অনিয়মে নাইকোকে দুই গ্যাসক্ষেত্র বরাদ্দ দেয় বিএনপি সরকার

এফবিআই ও আরসিএমপির মতামত

দুর্নীতি-অনিয়মে নাইকোকে দুই গ্যাসক্ষেত্র বরাদ্দ দেয় বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির শাসনামলে কানাডিয়ান কোম্পানি নাইকোকে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ছাতক ও টেংরাটিলা গ্যাস ক্ষেত্র বরাদ্দ দেওয়া হয়েছিল। নাইকোর সঙ্গে সরকারের চুক্তিও ছিল অস্বচ্ছ। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই এবং রয়েল কানাডিয়ান মাউন্ডেট পুলিশ-আরসিএমপি এমন মত দিয়েছে আন্তর্জাতিক আদালত ইকসিডে।  

নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নিয়ে একটি মামলার শুনানি চলছে ইকসিডে।

সেই আদালতে গত ৮ আগস্ট একটি প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ সরকার। সেই প্রতিবেদনে বলা হয়, নাইকোর সঙ্গে বিএনপি সরকার আমলে টেংরাটিলা এবং ছাতক ক্ষেত্র বরাদ্দ দিতে চুক্তি হয়েছে ২০০৩ সালে। ২০০৫ সালে কাজ করার সময় টেংরাটিলায় কয়েক মিলিয়ন ডলারের গ্যাস এবং পরিবেশের ক্ষতি করেছে নাইকো। এ চুক্তিতে দুর্নীতি ও অনিয়ম পেয়েছে এফবিআই ও আরসিএমপি।
এ ব্যাপারে আগামী ৬ ডিসেম্বর স্বাক্ষ্য গ্রহণ শুরু করবে ইকসিড। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি পেট্রোবাংলার কর্মকর্তারা।  

২০০৫ সালের টেংরাটিলা ক্ষেত্রে গ্যাস উত্তোলন করতে গিয়ে দুই দফা বিস্ফোরণ ঘটে। এতে করে ১০০ বিলিয়ন ঘনফটের বেশি গ্যাস পুড়ে যায় এবং আশপাশের পরিবেশ ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

news24bd.tv/আইএএম