দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর নাম মাসুদ হাসান (১৮)। রোববার সকাল সারে নয়টার সময় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জন রোগীর মৃত্যু হলো।

দুই জনেরই বয়স ১৭ থেকে ২০ বছরের ভিতরে।  

দিনাজপুর সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান,  সদর উপজেলার আটোর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুদ হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, সে ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন ওই কিশোর।

জ্বর নিয়ে ঢাকা থেকে এসে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

এর আগে গত ১১ আগস্ট একই হাসপাতালে চিকিৎসাধীন রাকিব (১৭) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে। রাকিবের বাড়ি জেলার চিরিরন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে রাজধানীতে থাকত।