নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকার নিজের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে বলে মার্কিন দুই কংগ্রেসম্যানকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সব দল-মতের আন্তরিকতা থাকলে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান তিনি।

রোববার (১৩ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় দলগুলোর মধ্যে সমঝোতার পথ আছে কিনা জানতে চেয়েছেন দুই কংগ্রেসম্যান।

তবে সংবিধানের বাইরের কোনো দাবি নিয়ে আলোচনার সুযোগ নেই বলে তাদের জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন দুই কংগ্রেসম্যান

মন্ত্রী বলেন, চীনের ঋণের ফাঁদে বাংলাদেশ পড়ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দুই কংগ্রেসম্যান। তবে এ বিষয়ে কোনো শঙ্কা নেই বলে তাদের জানানো হয়েছে।

এর আগে দুই মার্কিন কংগ্রেসম্যান ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে বসবেন দুই কংগ্রেসম্যান।

news24bd.tv/FA