কংগ্রেসম্যানদের সাথে বৈঠক শেষে যা বললেন বিএনপির এ্যানি

ফাইল ছবি

কংগ্রেসম্যানদের সাথে বৈঠক শেষে যা বললেন বিএনপির এ্যানি

নিজস্ব প্রতিবেদক

দুই মার্কিন কংগ্রেসম্যানের সাথে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান এ্যানি। এসময় তিনি বলেন, তাদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে।

সৌহার্দ্য পরিবেশের নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন : নিজেদের তাগিদেই সুষ্ঠু নির্বাচন করবে সরকার

এ্যানি আরও বলেন, মার্কিন দুই কর্মকর্তার সাথে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। একদলীয় শাসনের অধীনে নির্বাচন এতদিন হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় সাংবাদিকদের এ্যানি বলেন, নির্বাচনের বিষয়ে তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী।

news24bd.tv/FA