গরমে ঘাম ঝরালো বসুন্ধরা কিংস, আমিরাতে ইতিহাস গড়ার অপেক্ষা

সংগৃহীত ছবি

গরমে ঘাম ঝরালো বসুন্ধরা কিংস, আমিরাতে ইতিহাস গড়ার অপেক্ষা

অনলাইন ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। দেশ ও ক্লাবের নাম উজ্জ্বল করতে তীব্র গরমে মাঠে ঘাম ঝরান রবিনহো, জিকো, মোরসালিনরা। আবহাওয়ার প্রতিকূলতা সঙ্গে নিয়েই নিজেদের সেরাটা উপহার দিতে চান বলে জানান দলের সহকারী কোচ মাহাবুব হোসেন রক্সি।  

বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দেশ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ইতিহাস গড়ার অপেক্ষায়।

তবে স্থানীয় দল শারজাহ এফসির বিপক্ষে মাঠে নামার আগে কিংসের ফুটবলারদের ভাবাচ্ছে আরেক প্রতিপক্ষ গরম। বাছাই পর্বের ম্যাচে নামার আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম কিংস শিবিরের।

বসুন্ধরা কিংসের চেয়ে শারজাহ অনেকটা এগিয়ে। নিজেদের মাঠে খেলা তারপরও আবার দলে আছেন  জুভেন্টাস, বার্সেলোনায় খেলা সাবেক বসনিয়ান তারকা মিরালেম পিয়ানিচ ও স্প্যানিয়ার্ড স্ট্রাইকার পাকো আলকাসের মতো বিশ্বমানের ফুটবলার।

তবে এসব কিছুকে পাত্তা দিতে চান না কিংসের আক্রমণভাগের ফুটবলার সাদ উদ্দিন। মাঠে চমক দেওয়ার আভাস দেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।  

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে শারজাহ স্টেডিয়ামে শারজাহ এফসির বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে।  

news24bd.tv/আইএএম