জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে, তাই পুরো মাস জুড়েই পুলিশ সর্তক আছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

গোলাম ফারুক বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটর করছে।

জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি। তাই সবকিছু মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জানানো হয়েছে।  

তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর অন্যরা প্রবেশ করতে পারবে। এর জন্য দুইভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

 

পুলিশ জানায়, যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিটেকটর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবে।  

news24bd.tv/আইএএম