ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে র‌্যাবের অভিযান

সংগৃহীত ছবি

ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে ডিমের দাম। বয়লার মুরগির এক পিস ডিম ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর একাধিক বাজারে অভিযান শুরু করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৪ আগস্ট) সকালে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া কাপ্তান বাজারের ডিমের আড়তেও র‌্যাব মোবইল কোর্ট পরিচালনা করে। র‌্যাব ১০ এর একটি টিম ভোর সাড়ে পাঁচটা থেকে সেখানে অভিযান শুরু করে।

এখন পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমেকে বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

news24bd.tv/আইএএম