আন্দোলনের তরঙ্গ তুলে সরকার হটানোর আহ্বান মির্জা ফখরুলের

সংগৃহীত ছবি

আন্দোলনের তরঙ্গ তুলে সরকার হটানোর আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

সরকার পতনে সবাইকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সবাইকে রাজপথে আসতে হবে, অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে। সাংবাদিকদের জনমত তৈরি করতে হবে। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও দেশের গণতন্ত্র নিয়ে কথা বলছে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সব আয়োজন করেছে আওয়ামী লীগ। এ জন্যই সংবিধান সংশোধন, প্রশাসন, বিচার বিভাগ নিয়ন্ত্রণসহ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। পুরো সমাজকেই নষ্ট সমাজে পরিণত করেছে।

তিনি অভিযোগ করেন, এখানে গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। কৌশলে করপোরেট মিডিয়া তৈরি করেছে।

ফখরুল বলেন, গণতন্ত্র ছাড়া মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। বিএনপি সব শক্তি দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না।

এ সময় কালক্ষেপণ না করে সব পেশার সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের তরঙ্গ তুলে সরকারকে বিদায় করার আহ্বান জানান মির্জা ফখরুল।

news24bd.tv/আইএএম