ডিমের দাম নিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে একমত ভোক্তা অধিদপ্তর

সংগৃহীত ছবি

ডিমের দাম নিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে একমত ভোক্তা অধিদপ্তর

খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকার বেশি হওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (১৪ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ডিমের দাম বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে গতকাল রোববার প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ডিমের দাম খুচরা পর্যায়ে ১২ টাকার বেশি রাখলে ব্যবস্থা নেয়ার কথা জানান।

ডিম বিক্রির সকল পর্যায়ে পাকা রশিদ না রাখলে ব্যবসা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দেন ভোক্তার ডিজি।

তিনি জানান, আগামী বুধবার থেকে কর্পোরেট থেকে খুচরা সব পর্যায়ে নিরবচ্ছিন্ন তদারকি করবে তাদের সংগঠন।

সভায় ব্যবসায়ীরা বলেন, নানা প্রতিকূলতার মাঝে ব্যবসা করেন তারা। ভোক্তা অধিকার জরিমানা করলে বিপদে পড়তে হয় তাদের। তবে যৌক্তিকভাবেই জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক।

আলোচনায় ডিম উৎপাদনকারীরা ব্যয় বিবেচনায় খামার থেকে ১১ টাকায় প্রতি পিস ডিম বিক্রির নিশ্চয়তা দেন। যেখানে ১০ শতাংশ লাভের নিশ্চয়তা চান তারা। তবে, দুই ঘণ্টার অলোচনায় উঠে আসে পাকা রশিদ না থাকার কারণেই অস্থির ডিমের বাজার। এই কারসাজি বন্ধেই ১৬ তারিখ থেকে মাঠে নামার প্রস্তুতি ভোক্তা অধিদপ্তরের।

news24bd.tv/FA