সিলেট ইম্পেরিয়াল হসপিটালে এনআইসিইউ ও পিআইসিইউ চালু

সংগৃহীত ছবি

সিলেট ইম্পেরিয়াল হসপিটালে এনআইসিইউ ও পিআইসিইউ চালু

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অবস্থিত সিলেট ইম্পেরিয়াল হসপিটালে চালু হলো ২০ শয্যা বিশিষ্ট নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) ও পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন এমডি অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডা. জামাল আহমদ চৌধুরী, অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শফিকুর রহমান, ডা. এম এ হাই, ডা. নিজাম আহমেদ চৌধুরী, ডিএমডি সোলায়মান আহসান তানভির, এডি ডা.মোহাম্মদ মুসা প্রমূখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক এমএ মতিন জানান, সাশ্রয়ী মূল্যে সেবার ব্রত নিয়ে কাজ করাই ইম্পেরিয়াল হাসপাতালের লক্ষ্য।

সিলেটের স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনতে তারা কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ইম্পেরিয়াল হাসপাতালের সেবা চলমান আছে।  আইসিইউ, সিসিইউ, মডিওলার ওটি সহ অন্যান্য সেবা শিগগিরই চালু হবে বলে তিনি জানান।