বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’।

সোমবার সকাল ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করার পর দুপুর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর আমদানিকৃত ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের এসব নির্মাণ সামগ্রী খালাসের কাজও শুরু হয়েছে। খালাসের পর এসব নির্মাণ সামগ্রী বার্জে করে নদীপথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই জাহাজটি।

সোমবার সকাল ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর আজ বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রয়েছে।

এর আগে জাহাজে করে ভিয়েতনাম থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং, ১৭ মে এম ভি সান ইউনিটি এবং ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ মোংলা বন্দরে আসে।

news24bd.tv/FA