এফবিসিসিআই সভাপতি হিসেবে মাহবুবুল আলমের দায়িত্ব গ্রহণ

মাহবুবুল আলম।

এফবিসিসিআই সভাপতি হিসেবে মাহবুবুল আলমের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহবুবুল আলম। সোমবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে নতুন পরিচালনা পর্ষদ ২০২৩ থেকে ২৫ মেয়াদে এই দায়িত্ব গ্রহণ করেছে।

এদিন এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মাহবুবুল আলম। পাশাপাশি এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এবং ছয়জন সহ-সভাপতিও বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এসময় সদ্য বিদায়ী সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে টেকসই করতে আগামী দিনে সবাইকে সাথে নিয়ে এফবিসিসিআইয়ের নতুন পর্ষদ কাজ করবে এমন আশাবাদ জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বেশ কিছু নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এফবিসিসিআই এর কার্যক্রম আরও গতিশীল করতে গুলশান ছাড়াও পুরনো ঢাকা এবং চট্টগ্রামে এর শাখা অফিস করা হবে যাতে সহজে সবাই সংগঠনের দায়িত্ব পালন করতে পারেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক