দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

সংগৃহীত ছবি

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) হৃদরোগ বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন। বিএসএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামানও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 দেলোয়ার হোসেন সাঈদি তার অধীনেই চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ডা. মোস্তফা জামান নিউজ টোয়েন্টিফোরকে জানান, সাঈদি সাহেব হার্ট অ্যাটাক নিয়েই গত রাতে বিএসএমএমইউ-তে আসেন। তিনি ভালোই ছিলেন। তবে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আবার উনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

পরে ৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে ৮টা ৪০ মিনিটে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত ঘোষণা করা হয়। উনার পরিবারের লোকজন মৃতদেহের পাশেই আছেন বলে জানান এই চিকিৎসক।

গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

news24bd.tv/SHS