সপরিবারে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে শিগগিরই কমিশন গঠন: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

সপরিবারে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে শিগগিরই কমিশন গঠন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সপরিবারে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে শিগগিরই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ১৫ আগস্ট হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের জন্য আইনের খসড়া তৈরি হয়েছে। খুব শিগগিরই আইন পাস করা হবে।  

মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রীর বলেন, বিচার নয়, নতুন প্রজন্মকে ষড়যন্ত্রকারীদের চিনিয়ে দিতেই কমিশন গঠন করা হবে। যাতে ওই ষড়যন্ত্রকারীদের পরিবারের হাতে বাংলাদেশের ভার তুলে না দেওয়া হয়।

তিনি জানানা, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দুইজনের অবস্থান শনাক্ত করা হয়েছে।

তবে কানাডার আইনের কারণে ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে।

news24bd.tv/আইএএম