নাশকতা করলে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা করলে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী নাশকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পুলিশ পেশাদারিত্বের সাথে দমন করেছে।

সাঈদীর মৃতদেহ ঘিরে শাহবাগে অরাজকতা করেছে জামায়াত-শিবির

মন্ত্রী বলেন, আমরা এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে মরদেহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা।

জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে।

তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। ’

news24bd.tv/FA