ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার

সংগৃহীত ছবি

ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক

কানাডিয়ান নাগরিক হিসেবে প্রায়ই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতেন বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। তবে এবার পেলেন নাগরিকত্ব। ১৫ আগস্ট ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে তাকে এ নাগরিকত্ব দেয় সরকার।

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের মধ্যে অক্ষয় একজন।

যিনি বছরের পর বছর ধরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে বিনোদন দিয়ে আসছেন।

অক্ষয় হলেন নেই অভিনেতা যিনি সর্বাধিক দেশাত্মবোধক চলচ্চিত্রও উপহার দিয়েছেন ভারতীয় দর্শকদের। অভিনয় জীবন ছাড়া ব্যক্তি জীবনেও দারুণ প্রশংসিত মানুষ অক্ষয়। প্রায়শই ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।

তবে এতদিন এই অভিনেতার আক্ষেপের কারণ ছিলো ভারতীয় নাগরিকত্ব না থাকার বিষয়টি। নেটিজেনরা তাকে বছরের পর বছর ধরে কানাডিয়ান কুমার বলে বিদ্রূপ করে আসছে। কয়েক বছর আগে ব্যক্তিগত কিছু কারণে কানাডিয়ান নাগরিকত্ব বেছে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানা যায়, একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় ভারত ছাড়ার ইচ্ছায় কানাডায় কাজ খুঁজতে থাকেন অক্ষয় কুমার। এক বন্ধুর সহায়তায় কানাডায় যান অক্ষয়। সেখানকার পাসপোর্ট এবং নাগরিকত্ব পান। তবে পরপর দুটি সিনেমা হিট হওয়ায় কানাডায় যাওয়ার ইচ্ছে পরিবর্তন করেন অক্ষয়।

নাগরিকত্ব পাওয়ার সুসংবাদটি বিশ্ববাসীকে জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাগজপত্র শেয়ার করেছেন। তিনি তার ভারতীয় নাগরিকত্বের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মন আর নাগরিকত্ব, দুইটাই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ!”

news24bd.tv/FA

এই রকম আরও টপিক