সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য বন্ধ করার আহ্বান

ফাইল ছবি

সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য বন্ধ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে বাণিজ্য হয় তা পরিহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বিএমএ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে, হাসপাতালে বাড়তি দাপটের বিষয়ে নজর দিতে হবে। এছাড়া দেশের ডাক্তাররা দক্ষতার কথা উল্লেখ করে পর্যাপ্ত নার্সিং ফ্যাসিলিটির ব্যবস্থা বাড়ানোর তাগিদ দেন তিনি।

তাহলে মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠান সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ইন্টারপোলের মাধ্যমে সরকার বারবার চেষ্টা করেও বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে আনতে পারছে না। অথচ যারা বাধা দিচ্ছে তারা নিজেরাই বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তাদের অপরাধীদের বিচার করছে। তবে দ্রুতই সব বাধা অতিক্রম করে আসামিদের দেশে আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

news24bd.tv/FA