নোয়াখালীর সোনাইমুড়িতে নুসরাত জাহান জেমী নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সোনাইমুড়ি উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ মরিয়ম আক্তার ডলি নামে এক নারীকে আটক করে।
পুলিশ জানায়, এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫-৬জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা করেছে অপহৃত শিক্ষার্থীর মা।
অপহৃত শিক্ষার্থীর মা জানান, তিনি ও তার মেয়ে জেমী সোনাইমুড়ি পৌর শহরে তাদের আইনজীবীর চেম্বার থেকে কাজ শেষে মাহাতাবপুরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সোনাইমুড়ি উপজেলা পরিষদ সংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথায় গেলে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির গতিরোধ করে কয়েকটি মোটরসাইকেল ও অপর একটি সিএনজিচালিত অটোরিকশা। এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে শিক্ষার্থীর মাকে মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অপহৃতকে উদ্ধার ও অপর অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
news24bd.tv/কামরুল