যেকোনো কিছু অজানা জিনিস জানতেই প্রথমে যেটা মাথায় আসে, তা হল গুগলে সার্চ। গুগল আসল সব জানে। আর তাই দরকারি হোক বা অদরকারি সব, সব তথ্যই দিতে দিতে পারে কয়েক মুহূর্তে। ইন্টারনেট মানুষের দৈনন্দিন প্রয়োজনে পরিণত হয়েছে।
আপনি যখন কিছু সার্চ করার জন্য, আপনার ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে তাকালে, একটি প্যাডলক বা লক আইকন দেখতে পাবেন। এর অর্থ হল আপনি যে ওয়েবসাইট অ্যাক্সেস করছেন, তা HTTPS (হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর) কি না। অর্থাৎ এই ওয়েবসাইট আপনার ফোনের ডেটা নিরাপদে রাখছে কি না তা জানতে পারবেন।
গুগল সার্চ বারে যখনই কিছু সার্চ করবেন, তখনই আপনি এই লক আইকনটি দেখতে পাবেন। তার একটি বিশেষ কারণ হল আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করছেন, সেটি নিরাপদ। অর্থাৎ আপনার ফোনের কোনও ডেটা অ্যাপটি চুরি করতে পারবে না। এটি আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করে। তাই অধিকাংশ ক্ষেত্রেই আপনি এই লক চিহ্নটি দেখতে পাবেন।
আপনি খেয়াল করে দেখতে পাবেন, HTTPS ব্যবহার করা ওয়েবসাইটগুলোতেই লক চিহ্নটি থাকে। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটগুলোতে সার্টিফিকেট অথরিটি দ্বারা জারি করা SSL/TLS প্রশংসাপত্র রয়েছে, যাতে এটি প্রমানিত হয় যে, আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করছেন সেটি বৈধ।
News24bd.tv/AA