নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে রাজধানীর লালবাগ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৩৬ রাউন্ড গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাতে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বিএনপির নেতাদের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের এই নেতারা এসব অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে বলে জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা এসব অস্ত্র মজুত করেছে বলে তিনি জানান।
রোববার (২০ আগস্ট) রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খন্দকার নুরুন্নবী বলেন, টেকনাফ ও পাবনা থেকে ছাত্রদল এই অস্ত্র সংগ্রহ করেছে। রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধি ও জনমনে আতঙ্কের পাশাপাশি সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনায় তারা এসব অস্ত্র সংগ্রহ করেছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা করে তাদের রিমান্ডের আবেদন করা হবে।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই মামলায় বিএনপির সিনিয়র কোনো নেতা জড়িত থাকলে সে বিষয়েও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা নিয়ে কোনো কথা বলেননি ডিবির এই কর্মকর্তা।
তিনি জানান, ওয়ারী থেকে সালাউদ্দিনের ছেলে রবিনসহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
news24bd.tv/আইএএম