ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের শোকবার্তা

সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের শোকবার্তা

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে পাঠানো এক শোকবার্তায় ড. মোমেন বলেন, ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং একটি মন্দির ভেঙে পড়াসহ মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

বন্যায় ভারত সরকারের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা এবং সহায়তা কার্যক্রমের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়া ব্যক্তিদের বিদেহি আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করছি এবং শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া মন্দিরে আটকে পড়া ভক্তদের নিরাপদে উদ্ধার এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ড. মোমেন বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি ভারত শিগগিরই প্রাকৃতিক দুর্যোগের এ কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে।

news24bd.tv/আইএএম