সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, জবি ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

সংগৃহীত ছবি

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, জবি ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহতি পাওয়া ছাত্ররা হলেন, চারুকলা বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ১২ ব্যাচের শফিকুল ইসলাম আপন, বাংলা বিভাগের ১৪ ব্যাচের আফিয়া আক্তার, দর্শন বিভাগের ১৫ ব্যাচের হাসান ইসলাম সান, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সহ সভাপতি জারিফ তাজওয়ার ও  হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. ইশা।

রোববার (২০ আগস্ট) জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো ইব্রাহীম ফরাজী বলেন, অব্যাহতিপ্রাপ্ত ৬ জনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা পাওয়া গেছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, তাঁদের অনেকের এতে সম্পৃক্ততা রয়েছে।  

news24bd.tv/আইএএম