হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ১৬

শনিবার সংঘর্ষের ফাইল ছবি।

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ১৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তারের কথা জানা গেছে।

পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে করা ওই পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জিকে গাউছসহ ৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২শ' জনকে আসামি করা হয়েছে।

গত শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। অজয় চন্দ্রকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।

সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত আরও বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে রয়েছেন বলে দাবি বিএনপির।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক