ঋণের ৫ কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিল শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

ঋণের ৫ কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

অর্থ সংকটে বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন) ঋণের ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) পরিশোধ করছে শ্রীলঙ্কা। গত ১৭ আগস্ট দেশটি প্রথম কিস্তি পরিশোধ করছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজবাউল হক বলেন, ‘আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেওয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। ’

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ।

এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সে সুদ নিয়মিত পরিশোধ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক