সাভারে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত তিনজন আটক 

সাভারে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িত তিনজন আটক 

আলী তালুকদার

সাভারে বহুল আলোচিত শিক্ষক গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটকৃত ৬.৫ লাখ টাকার অবশিষ্ট ৫ লক্ষাধিক টাকা।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, নিছক লুটপাটের কারণে এই হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোন মোটিভ রয়েছে তা তদন্ত করছে র‍্যাব।

র‍্যাবের মিডিয়া উইং প্রধান জানায়, হত্যাকাণ্ডের শিকার গোলাম কিবরিয়া শিক্ষকতার পাশাপাশি জায়গা-জমি কেনাবেচার ব্যবসা করতেন।

চলতি মাসের ২১ তারিখ নির্ধারিত সময়ের পরেও তার রুম থেকে বের না হওয়ায় বাসার লোকজন দরজা ভেঙ্গে প্রবেশ করে তার কক্ষে পা হাত-পা বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখে। মরদেহের পাশে পাওয়া গিয়েছিল একটি চিরকুট।

তিনি বলেন, যার সূত্র ধরে অভিযান চালিয়ে দেশের তিনটি ভিন্ন ভিন্ন জেলা থেকে হত্যাকারিদের আটক করে র‍্যাব। হত্যাকারিরা নিহতের পূর্ব পরিচিত।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িতরা স্বীকার করে জানিয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। আটককৃতরা মাদকাসক্ত এবং মূলহোতা ইমনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

news24bd.tv/TR