ভর্তি জালিয়াতি: ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, একজনের ভর্তি বাতিল

সংগৃহীত ছবি

ভর্তি জালিয়াতি: ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, একজনের ভর্তি বাতিল

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং জালিয়াতি করে ভর্তি হতে সহায়তা করায় তিন ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে জালিয়াতি করে ভর্তি হওয়ায় আহসান হাবীবের ভর্তি বাতিল করা হয়েছে। আর এই ভর্তি জালিয়াতিতে সহায়তা করার শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২য় বর্ষের শিক্ষার্থী রেজোয়ান সিদ্দিক প্রাঙ্গন, লোক প্রশাসন বিভাগের মহিবুল মোমিন সনেট এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে ভর্তি জালিয়াতি চক্রে জড়িত একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

news24bd.tv/SHS