খোসোগিকে কয়েক টুকরো করা হয়

ছবি-সংগৃহীত

খোসোগিকে কয়েক টুকরো করা হয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাংবাদিক জামাল খোসোগিকে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে বলে জোর দাবি জানিয়ে আসছে তুরস্ক। হত্যার পর খোসোগির দেহ টুকরো টুকরো করা হয় বলেও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য-প্রমাণ প্রকাশ করা হয়নি এখনও।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে জামাল খোসোগির লাশ টুকরো টুকরো করেছেন সালাহ মোহাম্মদ আল-তুবাইগি।

তিনি যুক্তরাজ্য থেকে প্রশিক্ষণ লাভ করা ডাক্তার। সালাহ ফরেনসিক এক্সপার্ট হিসেবে পরিচিত। তিনি ২০০৪ সালে গ্লাসগো ইউনিভার্সিটিতে প্যাথোলজি বিষয়ে পড়েছেন।

২ অক্টোবর ইস্তানবুলে পৌঁছান সালাহ।

আর ওইদিনই নিখোঁজ হন জামাল খোসোগি । খুন হওয়ার আগে খোসোগি নিজেই তার অ্যাপল ওয়াচের রেকর্ডার চালু করেন। ৭ মিনিটের ওই রেকর্ড থেকে হত্যার সাথে সালাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর