দক্ষিণখানে সিগারেট বাকি না দেয়ায় ক্রেতার হাতে দোকানি খুন

দক্ষিণখানে সিগারেট বাকি না দেয়ায় ক্রেতার হাতে দোকানি খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান গাওয়াইর এলাকায় চায়ের দোকানে বাকিতে সিগারেট না দেওয়ায় তৌফিক নামে এক ক্রেতার ছুরিকাঘাতে দোকানী রাফসান হোসেন (১৭) এর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে গাওয়াইর কলাবাগান এলাকায় আলামিন টি স্টোর নামক একটি দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ছুরিকাঘাতে আহত রাফসানকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী। তিনি বলেন এ ঘটনায় ঘাতক তৌফিককে আটক করা হয়েছে। এবং রক্ত মাখা ছুরিটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই আলামিন বলেন, মঙ্গলবার বিকালে তৌফিক নামে এক বখাটে ঐ দোকান থেকে সিগারেট বাকি চেয়েছিল। কিন্তু রাফসান তাকে বাকি দেয়নি। এ নিয়ে বুধবার বিকেলে ঐ বখাটে দোকানে এসে তর্কাতর্কি করে এবং একপর্যায়ে রাফসানকে ছুরিকাঘাত করে।

পুলিশ জানিয়েছে, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে গাওয়াইর স্কুল রোডে পরিবারের সাথে থাকতো সে। তার বাবার নাম মুসলিম মিয়া। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক