রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত

সংগৃহীত ছবি

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক

রাশিয়ায় উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। ওই বিমানে মোট ১০ জন ছিলেন, যাদের সবাই মারা গেছেন। রাশিয়ার সিভিল অ্যাভিয়েশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।  

রাশিয়ার ফেডার‌্যাল এয়ার ট্রেন্সপোর্ট এজেন্সি রোসাভিয়াতসিয়া সাতজনের নাম প্রকাশ করেছে।

যাদের মধ্যে ইয়েভজেনি প্রিগোজিন, ওয়াগনার গ্রুপরে কামান্ডার দিমিত্রি উতকিন এবং তিন জন  ক্রু রয়েছেন। বিমানটিতে মোট সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।  

আলজাজিরা জানায়, বুধবার সন্ধ্যায় মস্কো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে টিভের এলাকার কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি মস্কো থেকে সেইন্ট পিটার্সবার্গ যাচ্ছিল।

 

দেশটির কর্মকর্তারা বলছেন, বিমানটি বিধ্বস্তের পর থেকে সেখানে অনুসন্ধান চালানো হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।  

এ ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ অনুসন্ধান করছে, বিমানটি কোনো যান্ত্রিক কারণে বিধ্বস্ত হয়েছে, না কি কোনো বিস্ফোরকের কারণে বিধ্বস্ত হয়েছে।  

news24bd.tv/আইএএম