রাজধানীর বড় অংশে আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না 

সংগৃহীত ছবি

রাজধানীর বড় অংশে আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না 

অনলাইন ডেস্ক

রাজধানীর বড় অংশে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান শান্তিপুর ৭ নম্বর রোডে গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজ চলবে। যার ফলে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় আবাসিকের পাশাপাশি অন্য শ্রেণির গ্রাহকেরাও গ্যাস পাবেন না।  

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

news24bd.tv/আইএএম