বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সংগৃহীত ছবি

বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

যশোরের সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতিতে একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রেলওয়ের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‌‘খুলনা থেকে তেল বোঝাই করে একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ’

দুর্ঘটনায় পড়া ট্রেনটি উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী যান এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে।

news24bd.tv/আইএএম