এবার চিনি রপ্তানি বন্ধ করছে ভারত

সংগৃহীত ছবি

এবার চিনি রপ্তানি বন্ধ করছে ভারত

সম্প্রতি পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এর ফলে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যটির দাম হঠাৎ বেড়ে গেছে। এবার ভারত চিনি রপ্তানিও বন্ধ করতে যাচ্ছে। আগামী অক্টোবরের শুরু থেকে এটা কার্যকর হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এটা বাংলাদেশের চিনির বাজার অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারত সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স আরও জানায়, গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে ভারত।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে।

বিশ্ববাজারে ভারতের চিনির অনুপস্থিতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক