ওমরাহ পালন সহজ করতে সৌদির নতুন উদ্যোগ

সংগৃহীত ছবি

ওমরাহ পালন সহজ করতে সৌদির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি উমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক’ প্লাটফর্ম চালু করেছে সৌদি আরব সরকার। ডিজিটাল এই প্লাটফর্মের মাধ্যমে উমরাহ পালন আরও সহজ ও আরামদায়ক হবে।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নুসুক’ বাংলাদেশে তাদের প্রথম রোডশোর আয়োজন করে। এর মাধ্যমে যেসব বাংলাদেশি ধর্মীয় ও পর্যটনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করবেন, বিশেষভাবে তারা উপকৃত হবেন।

রোডশোতে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌষি আল-রানিয়াহ-সহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা যোগ দেন।

ড. তৌষি আল-রানিয়াহ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ক পরীক্ষিত ও প্রমাণিত। এই সম্পর্ককে আরও উন্নত করতে সৌদি সরকার কাজ করছে।  

নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদারবাগ বলেন, ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

যার মধ্যে আছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র শেনঝেন নাগরিক বা ভিসাধারীদের ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা প্রদান।  

এছাড়াও বাংলাদেশিরা উমরাহ পালনের পাশাপাশি দেশটির অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্যও উপভোগের সুযোগ পাবেন বলেও জানান তিনি।  

news24bd.tv/আইএএম